About Our Ashram
১৯৭৪ সালে শ্রীশ্রী শীতল চরণ দাস বাবাজী মহারাজ ১০৯ বছর বয়সে দেহ ছাড়েন।ইনি ছিলেন শ্রীশ্রী রাধারমণ চরণ দাস বাবাজী মহারাজের শ্রীচরণাশ্রিত। শীতল দাস বাবাজীর শিষ্য ছিলেন শ্রীশ্রী সনাতন দাস বাবাজী যিনি এই আশ্রমের ফাউন্ডার।১৯৭৪ সালে শীতল দাস বাবাজীর দেহ সমাধিস্থ করা হয় এই আশ্রমে তারপর ১৯৭৬ সালে শ্রীশ্রী নিতাই গৌরাঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়।
বর্তমানে বিভিন্ন জনসেবা মূলক কাজে আশ্রম অগ্রনী ভূমিকা নিয়েছে।
কোভিডের সময় ৬৩ দিন এক নাগারে ২৫০/৩০০ দরিদ্র মানুষের আহারের ব্যাবস্থা করেছে।ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি মেডিসিন, এম্বুলেন্স পরিসেবা দিনারাত্র..
